বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু শিল্পী সানাভ পুরকায়স্থ । এই শিশু শিল্পী গত বছরেও এই মেলা দর্শকদের সামনে তার কি -বোর্ড প্রতিভা তুলে ধরেছিলো এবং প্রশংসিত হয়েছিল, এই শিশু শিল্পী । এই শিশু শিল্পীটি দুটি হিন্দি এবং একটি বাংলা গান বাজান । এই মেলা টি আরেক জন শিশু শিল্পী আরুষি ঘোষ তার একক নৃত্য পরিবেশন করেন।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...