নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিধানগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এখন বিজেপিতে ,বিধাননগরের প্রাক্তন মেয়র ও নিউ টাউন বিধানসভার বিধায়ক আইন না মেনে চাল ডাল বিলি করছেন বলে অভিযোগ বিধাননগর পুলিশ কমিশনারেটের ।সব্যসাচি দত্ত বললেন বিধাননগর নৰ্থ থানার আই সি তাকে ফোন করে গ্রেপ্তারের হুমকি দেন । তার সঙ্গে থাকা দত্তাবাদের ছেলেদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন পুলিশ এমনটি অভিযোগ করেন তিনি । পুলিশের অভিযোগ তিনি সোশ্যাল ডিস্টেন্স মেইন্টেন করছেন না উল্লেখ্য আজ ও তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে মিলিত হয়ে ত্রাণ বিলি করবেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...