বিধাননগরে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু কেন্দ্রীয়/রাজ্য সরকারি আবাসন ।সম্প্রতি ডেঙ্গির মোকাবিলা তে কি কি
করা উচিত সেই নিয়ে বৈঠক করেছিল পুরসভা উপস্থিত ছিলেন বহু আবাসনের আবাসিক রা ,কিন্তু দেখা সোনার অভাবে সল্টলেকের একাধিক আবাসনে ডেঙ্গুর মশা জন্ম নিচ্ছে ও ছড়িয়ে যাচ্ছে ।এই সমস্যার সমাধানে পুরসভা ঠিক করেছে ওই আবাসনের আবাসিক দের নিয়ে,ঠিক করতে হবে আবাসিক দের নিয়ে একটি টিম ,কাউন্সিলর দের বলা হয়েছে ওই খানের লোকেদের সাথে যোগাযোগ রাখতে ।