দিনের পর দিন বিধাননগর পুরসভার ঠিকাদাঁড় রা তাদের বকেয়া টাকা না পেয়ে রাস্তা সারাইয়ের টেন্ডারে অংশগ্রহণ করছেন না ফলে ব্যাহত হচ্ছে পুরপরিষেবার কাজ । গতকাল পুরসভার বোর্ড মিটিংয়ে একটি প্রস্তাব উঠলো এই রাস্তার কাজ পূর্ত দফতর অথবা কেএমডিদেয়া দিয়ে করানো যায় কিনা । মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন এই সিদ্ধান্ত নেওয়া টা খুব কঠিন আমরা ২০২০-২১ শালের বকেয়া টাকা পাওনাদাড় দের দেয়ানো শুরু করেছি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...