সোমবার মাঝরাতে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লাগে।রাত প্রায় ১২ টা নাগাদ বন্ধ থাকা একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। চৌকিদার স্থানীয় এক ব্যবসায়ীকে জানালে তিনি দমকলে খবর দেন। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও সরু গলিতে ঢুকে আগুন নেভানোর কাজে অসুবিধা হয়। দোকানে প্রচুর স্যানিটাইজার ও মাস্ক মজুত করে রাখা ছিল। তবে বড় কোন ক্ষতি হয় নি। আগুন লাগার কারণ জানা যায় নি।