খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: কোচবিহার শহর ও শহরতলীর অনেক দোকানে ক্যাশ মেমো ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে। পরে ওষুধ পাল্টাতে বা অভিযোগ করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে রোগী বা তার পরিজনদের। অনেক সময় দোকান ওষুধ পাল্টে দিচ্ছে না। প্রায় ১০০ র বেশি দোকান আছে এই শহরে। কিছু দোকান বিল দিলেও অনেক দোকানেই বিল দেওয়া হয় না। ক্রেতারা বলেন ক্যাশমেমো তৈরির জন্য লোক লাগে। তাই খরচ বাঁচাতে ক্যাশ মেমো দেওয়া হয় না।