বিনোদন কর দেয়া বাধ্যতামূলক হচ্ছে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : কলকাতা  পুরসভা থেকে চলতি সপ্তাহে  শহরে অবস্থিত সমস্ত  বাঙ্কোয়েট ,হোটেল ,রেস্তোরা , বিয়ে  বাড়ির অনুষ্ঠানে  ভাড়া দেয়া বাড়ি গুলিকে  বিনোদন  কর  দেয়া বাধ্যতামূলক জানিয়ে  নোটিশ  পাঠাবে  কলকাতা  পুরসভা । পুরসভার এক আধিকারিক  জানান  নোটিশে  বলা  হচ্ছে  ওই সব অনুষ্ঠানের জন্য আগে  বিনোদন করা দিয়ে  “পুর  অনুমতি ” নিতে হবে । কর জমা  দেয়ার  প্রমান  পত্র  দেখিয়ে  অনুষ্ঠানের  অনুমতি মিলবে ,অন্যথায় কর  দিতে হবে প্রতিষ্ঠানের মালিক কে ।