বিমানবন্দর বন্ধ না করার আর্জি

সামনে বিধানসভার ভোট। সেকারণে এখনই লাইসেন্স রিনিউ করে কোচবিহার বিমানবন্দর চালু রাখা প্রয়োজন। নাহলে রাজ্যের শাসকদল  ভোটে  সুবিধা পাবে এবং আসন্ন নির্বাচনে প্রচার করবে। এইভাবে  কোচবিহারের সাংসদ  কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন  মন্ত্রীকে চিঠি লিখেছেন।  এভাবে চিঠি সাংসদের  লেখা উচিত কি না তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।