বিরোধীরা পুলিশ পারমিশন না পাওয়াতে আয়োজন করতে পারলো না সংগীত মেলার

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে কালচারাল এবং লিটারারি ফোরাম অফ বেঙ্গল রাজ্যসরকারের সংগীত মেলার পাল্টা বঙ্গ সংগীত উৎসবের আয়োজন করেছিল ,কলকাতার প্রিন্সেপ ঘাটে কিন্তু কলকাতা পুলিশ অনুমতি না দেওয়া তে ওই অনুষ্ঠান করা যায়নি ।দায়িত্ব প্রাপ্ত নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন ,পুলিশ এই মেলা আটকে দেওয়া তে দূর দূরান্ত থেকে যে শিল্পীরা এলো তারা কি করবে ।