বিশেষ ট্রেন চলা নিয়ে ভোগান্তি বেড়েই চলেছে

করোনা পরিস্থিতিতে গত মে মাস থেকে হাওড়া এবং শিয়ালদাহ শাখা তে সব ট্রেন বন্ধ ।এই অবস্থায় রেল
কর্মী স্বাস্থ্য কর্মী ছাড়া অন্যান্য দের ওই স্পেশাল ট্রেনে ওঠা বারণ ।গণ পরিবহন বন্ধ থাকায় অথচ অফিস কাচারী ও দোকান পাঠ খোলা থাকায়মানুষ কে কর্মক্ষেত্রে পৌছাতে হয়রান হতে হচ্ছে ।গতকাল সোনারপুর স্টেশনে ট্রেনে ওঠার জন্য রেল অবরোধ করেন যাত্রীরা ,ঘন্টা ৪ রেকপরে আরপিএফ এবং জিআরপিএফ অবরোধ মুক্ত করেন ।