বিশ্বে প্রথম ২০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যাদবপুর

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : দি  টাইম  হায়ার  এডুকেশনের  এশিয়ার  বিশ্ব বিদ্যালয়ের ২০২০ সালের রাঙ্কিংয়ে  প্রথম ২০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে  আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ।গতকাল এই খবরটি জানিয়েছেন যাদবপুরের উপাচার্য  সুরঞ্জন দাশ  তিনি জানান রাঙ্কিংয়ে  যাদবপুরের স্থান ১৯৬ য়ে । রাঙ্কিং  য়ে  দেশের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়  গুলির মধ্যে যাদবপুরের স্থান তৃতীয় এবং দেশের পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুরের স্থান প্রথম ।রাজ্যের খড়্গপুরআইটিআইটি  স্থান এই তালিকা  তে  ৫৯ নম্বরে ।