খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রত্যেক বছর ৪টা ফেব্রুয়ারী সারা বিশ্ব জুড়েই ,বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে থাকে । এইটির প্রধান উদ্যোক্তা হলো ইউনিয়ন ফর ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল যাদের প্রধান লক্ষ্য থাকে ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা । বিশ্ব ক্যান্সার দিবসের মূল উদ্দেশ্যে হলো ক্যান্সার সম্মন্ধে সচেতনতা বাড়িয়ে গোড়াতেই একে প্রতিরোধ করা এরা সরকার এবং ব্যক্তি সবাই কেই আহবান জানান এই সচেতনতা তে অংশগ্রহণ করতে ।