খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডাক্তার কেসি যাচারিয়া যিনি বিশ্ব ব্যাঙ্কের সিনিয়র ডেমোগ্রাফার ছিলেন তিনি যখন বিশ্বের জনসংখ্যা ১৯৮৭ সালে ১১ জুলাই তে ৫০০ কোটি তে পৌঁছায় তখন তিনি এই দিনটি পালনের কথা ভাবার চিন্তা ভাবনা আনেন । এই দিনটি তে মানব জাতিকে ফ্যামিলি প্ল্যানিং , লিঙ্গ বৈষম্য ,দারিদ্র ম্যাটার্নাল হেলথ এবং হিউমান রাইটসের উপর চিন্তা ভাবনা করার কথা ভাবেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...