বিষ্ণুপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতির রোডশো তে দেখা গেলো জনস্রোত

বাঁকুড়া জেলাতে গেরুয়া ঝড় তুলতে শহরে এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।গতকাল জঙ্গলমহলে অমিত শাহের পরে আজকে এসে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।জঙ্গলমহল কে পাখিরচোখ করে বিজেপি ,গত লোকসভা নির্বাচনে এই এলাকাতে এগিয়ে ছিল বিজেপি ।আজকে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে কুমারী টকিজ সিনেমা হল থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে রোড শো তে জনপ্লাবনে সামিল হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।