খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বীরপাড়ায় ব্যবসায়ীদের আর্থিক সংকট চলছে। দীর্ঘদিন লকডাউনের পর দোকান বাজার খুলতে শুরু করেছে। কিন্তু অনেক কাপড় ব্যবসায়ী মালপত্র তোলার সাহস পাচ্ছেন না। অনেকের পুঁজি ও নেই। ধার করে মাল কিনলেও তা বিক্রি হবে কি না বা করোনা কি আকার নেবে তা নিয়েই সবাই চিন্তিত। পূজা কমিটিগুলি বলছে এবারে বাজেট কমাতে হবে। ব্যবসার হাল খারাপ থাকায় ব্যবসায়ীরাও আগের বছরগুলির মতো চাঁদা দিতে পারবে না। ফলে চাঁদা কম উঠবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...