বীরভূমের পরিযায়ী শ্রমিক কে পুশ ব্যাক করে পাঠানো হলো বাংলাদেশে

দিল্লি তে কর্মরত বীরভূমের বাসিন্দা দানিশ শেইখ , তার স্ত্রী সোনালী খাতুন এবং তাদের ৫ বছরের সন্তান সাবির শেইখ কে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ তোলেন রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ “সামরুল ইসলাম ” । তাদের কি ভাবে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করছে সামিরুল ।