খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল উডল্যান্ড হসপিটাল কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে শনিবার রাতে তার ভালোই ঘুম হয়েছে ।রবিবার সকালে তার মেয়ে সুচেতনাত এসে তার বাবার সঙ্গে দেখা করেন এবং কথা বার্তা বলেন ।গতকাল দুপুরে তিনি খেয়েছেন অল্প খিচুড়ি এবং ফল ,নিজে থেকে কিছু খাবার খেলেও পাতে প্রোটিন জাতীয় তরল খবর রাইস টিউবের মাধ্যমে দেওয়া হচ্ছে ,দেওয়া হচ্ছে অক্সিজেন ।চোখেও ড্রপ দেওয়া হচ্ছে ,আজকে থেকে তার বাইপ্যাক চিকিৎসা শুরু হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...