বুধবার থেকে কলকাতা তে জাকিয়ে বসবে শীত

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : আগামী  ৪৮ ঘন্টাতে  দ্রুত  কলকাতাতে  দ্রুত পারদ  নামবে বলে জানালে  আলিপুর আবহাওয়া দফতর । কলকাতা সহ  গোটা দক্ষিণবঙ্গেই  শীতের  পূর্বাভাস  দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । মঙ্গলবার সকালেও  এই পূর্বাভাস  ছিল  না । বেলা  ৩ -৩;৩০ পর থেকে এই আবহাওয়ার  পরিবর্তন লক্ষ্য  আবহাওয়া  দফতর । তারা  জানান  বিহার ,ঝাড়খন্ড ,পশ্চিমবঙ্গে  ২-৪ ডিগ্রি  পারদের  তারতম্য  হবে । এই রাজ্যে  ঢুকবে  উত্তরের  শীতল  হাওয়া ।