বুলবুলে ক্ষতিগ্রস্থদের এক কালীন ২৭ হাজার , নূন্যতম এক হাজার টাকা ঘোষণা করেন রাজ্য সরকার

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   পশ্চিমবঙ্গে  বেশ কয়েকটি জেলায় চাষ বাসের  ব্যাপক ক্ষতি  হয় । প্রবল  হাওয়া  এবগ ভারী  বৃষ্টির ফলে মাঠেই  পঁচে  যায় ফসল । এই অবস্থায়  চাষীদের পাশে  দাঁড়ালো বর্তমান  পশ্চিমবঙ্গের  তৃণমূল সরকার । কৃষিদফতর থেকে এক নির্দেশিকায়  বলা হয়েছে ক্ষতিগ্রস্থ চাষীদের  সর্বাধিক ২৭ হাজার টাকা  এবং নূন্যতম ১ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হবে । যে মৌজায় ৩৩% অথবা তার বেশি  পরিমান ফসলের ক্ষতি হয়েছে সেইখানেই  এই ক্ষতি দেয়া হবে ।