বুলবুল যুদ্ধে সামিল হলো বিধাননগর পুলিশ কমিশনারেট

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : বুলবুল যুদ্ধে বিধাননগর  পুলিশ  কমিশনারেট গতকাল সন্ধ্যা  ৬ টা  থেকে চালু রেখেছে কন্ট্রোল  রুম ।সল্টলেকে  বিধান নগর  পুলিশের  সদর দফতরে  ওই  কন্ট্রোল  রুম  খোলা  হয়েছে । কন্ট্রোল  রুমের  নাম্বার  হলো ০৩৩-২৩৫৮ ১১৫৩/ ১০৩২।পুলিশ  সূত্রের খবর দুর্যোগের সাথে  জুছতে বিপর্যয় মোকাবিলা  বাহিনী  কে তৈরী রাখা সহ  সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে । পাশাপাশি  প্রস্তুত  রয়েছে বিধাননগর পুরসভাও ।