মঙ্গলবার রাতে বৃষ্টি কমলেও বুধবার শিলিগুড়িতে একাধিক ওয়ার্ডে জল জমেছিল। নিকাশি ব্যবস্থা ভাল না হওয়ায় কোথাও হাঁটু হল জমেছে আবার কোথাও ঘরের ভেতর জল ঢুকে গেছে। সামনে বর্ষা আসছে। এতে গোটা শিলিগুড়ির অবস্থা কি হবে তা সহজেই অনুমেয়। জল জমা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে চাপান উতর চলেছে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...