শনিবার সারা দিন আকাশে মেঘ ,সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি। এই অবস্থায় মাঠের ফসল নিয়ে চিন্তায় চাষিরা। এখন মাঠ থেকে আমন ধান কেটে খামারে নিয়ে আসা হচ্ছে।কোন কোন চাষি মাঠেই মেশিনে ধান কেটে ঝেড়ে ফেলছেন। সেই সঙ্গে মেমারি ,কালনা,জামালপুর এই সব স্থানে আলু চাষ শুরু হয়ে গেছে। বীজ পোঁতার কাজও অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তবে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা ও বৃষ্টি। অনেক চাষি মাঠে ধানকে পলিথিন চাপা দিয়ে রাখছেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...