খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:বেআইনি টোটোর দৌরাত্ম্যে ইতি টানতে এবার সরাসরি আইনি পথ অবলম্বন করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ট্রাফিক বিভাগ। আজ, সোমবার থেকে শিলিগুড়ি প্রধান সড়ক হিলকার্ট রোড, সেবক রোড, বিধানরোড ও বর্ধমান রোডে বেআইনি টোটো চলাচল করতে দেখা গেলেই সেটিকে বাজেয়াপ্ত করা হবে। যে টোটোগুলি টিন নম্বর ছাড়া শহরের রাস্তা দিয়ে চলাচল করছে সেগুলিকে নিয়ম মেনে বাজেয়াপ্ত করা হবে মাঝ রাস্তা থেকেই। কোন সহানুভূতি দেখানো হবে না আর। টিন নম্বর ছাড়া যে টোটোগুলি রাস্তা দিয়ে ছুটে বেড়াচ্ছে সেগুলি সরে গেলে যানজট সমস্যা অনেকটাই কমে যাবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...