
বেঙ্গালুরু তাদের সুনাম অনুযায়ী খেলতে পারছে না। চার ম্যাচে খেলে জয় পেয়েছে মাত্র ১ টিতে। পয়েন্ট মাত্র ৬ এবং টেবিলের পঞ্চম স্থানে আছে। কেরালাও ভাল অবস্থায় নেই। চার ম্যাচে দুটিতে হেরেছে ও দুটি ড্র করেছে। পয়েন্ট মাত্র ২ এবং টেবিলের নবম স্থানে আছে। রবিবার এই দুই দক্ষিণের দলের সম্মানের লড়াই। আশা করা যায় দু দলই জেতার চেষ্টা করবে।