বেলাকোবায় যানজট

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রতিদিনের যানজটে সমস্যায় পড়েছেন বেলাকোবার লোকেরা। হাইওয়ের যত ভারী যান -লরি ট্রাক ট্রেলার  গ্যাসের ট্যাঙ্কার সব বেলাকোবা হয়ে যাওয়া আসা করে। একটি রেলগেট যা ট্রেনের জন্য মাঝে মাঝেই বন্ধ থাকে। ফলে যানজট আরো বেড়ে যায়। ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে। সিভিক ভলান্টিয়ার  দিয়ে রাস্তা নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করা হয়।  ট্রাফিকের এক আধিকারিক  বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে এবং তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।