বেলেঘাটা আই ডিতে ভর্ত্তি থাইল্যান্ড ফেরত যুবক

খবরঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করোনা   সন্দেহে  গত  কাল  কলকাতার  বেলেঘাটা  আইডি  হাসপাতালে  ভর্ত্তি   হলেন  থাইল্যান্ডের  ফেরত  এক  যুবক।  গত  কাল  কলকাতা  বিমান  বন্দরে  নামেন  বৎসর  কুড়ির  ঐ   যুবক । স্বাস্থ্য  পরীক্ষায়  জন্য  তাকে  সরাসরি  নিয়ে  যাওয়া  হয়  আই  ডি   হাসপাতালে।  সেখানে  তাকে  আই সোলেশনে  ওয়ার্ডে  ভর্তি  করা  হয়েছে।  বর্তমানে  বেলেঘাটা  আই ডি   তে  করোনা   আক্রান্ত  সন্দেহে  ভর্তি  আছেন  ১২  জন। তাদের  নমুনা  নাইসেডে  পাঠানো  হয়েছে পরীক্ষার জন্য ।