বেসরকারি কেন্দ্রে যারা করোনার প্রথম ডোজ নিয়েছিলেন তারা এখন বেকায়দায়

কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী  ৩০ সে এপ্রিল রাত  অব্দি  রাজ্যের সব বেসরকারি কেন্দ্রে  প্রতিষেধক দেওয়ার পরে যে টিকা  অবশিষ্ঠ থাকবে তা স্বাস্থ্য দফতর  কে ফেরত দিতে হবে । স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান মনে হয়না খব বেশি টিকা আমরা ফেরত পাবো ,তবে যা পাবো তা আমরা সরকারি ক্ষেত্রে ব্যবহার করবো ।তিনি আরো বলেন শনিবার ১ মে  থেকে ১৮-৪৪ বছর  বয়েসীদের  প্রতিষেধক দেওয়ার  কর্মীসূচি শুরু করা সম্ভব নয় ,ঠিক তেমনি দ্বিতীয় ডোজ দেওয়া  যাবেনা ।