কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী ৩০ সে এপ্রিল রাত অব্দি রাজ্যের সব বেসরকারি কেন্দ্রে প্রতিষেধক দেওয়ার পরে যে টিকা অবশিষ্ঠ থাকবে তা স্বাস্থ্য দফতর কে ফেরত দিতে হবে । স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান মনে হয়না খব বেশি টিকা আমরা ফেরত পাবো ,তবে যা পাবো তা আমরা সরকারি ক্ষেত্রে ব্যবহার করবো ।তিনি আরো বলেন শনিবার ১ মে থেকে ১৮-৪৪ বছর বয়েসীদের প্রতিষেধক দেওয়ার কর্মীসূচি শুরু করা সম্ভব নয় ,ঠিক তেমনি দ্বিতীয় ডোজ দেওয়া যাবেনা ।