কলকাতা হাইকোর্টের এক ডিভিশন এক রায়ে জানিয়েছেন যে দীর্ঘ করোনাকালে স্কুল ফি তে ২০% যে ছাড়
দেয়া হয়েছিল তা শেষ হবে ফেব্রুয়ারী ২০২২।আগামী মার্চ ২০২২ থেকে প্রাক অতিমারী পর্বের মতোই রাজ্যের বেসরকারি স্কুলে স্কুল অথবাবেতন দিতে হবে অভিভাবকদের ।আদালত জানান সামগ্রী পরিস্থিতি বিচার করেই নতুন নির্দেশ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...