সোমবার পূর্ব বর্ধমানের রশিকপুরে সকালে বাড়ির কাছে ফাঁকা জায়গায় বলের মত একটি বস্তু পরে থাকতে
দেখে খেলা শুরু করে ,তার পরেই ঘটে বিপত্তি ।শিশু দুটির নাম শেইখ আব্রাহাম ও শেইক আফরোজ ।প্রত্যক্ষ দর্শীর মতে সুতো জড়ানোএকটি বস্তু কে বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা ,আফরোজ মারাত্বক ভাবে জখম হয় চিকিৎসকরা তাকে চেষ্টা করেও বাঁচাতে পারেননি ।