ব্যবসায়ীকে মারধর ও লুট

Young man in handcuffs

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গত  বৃহস্পতিবার  অবিনাশ  জয়  সওয়াল  নাম  এক  ব্যবসায়ী  উল্টোডাঙ্গা   থানায় অভিযোগ করেন তার  দোকানে  চড়াও  হয়  রমেশ ,  ও  কমলেশ   নামে  দুই  ভাই  ,  সঙ্গে  ভোলা  নাম  এক  যুবক ।  অবিনাশ  অভিযোগ  করেন  যে  তারা  তাকে  মারধর  করে  ও  যাওয়ার  সময়  কয়েক  হাজার  টাকা  হাতিয়ে  নিয়ে  চলে  যায় ।  পুলিশ  সেই  অভিযোগের  ভিত্তিতে  রমেশ  ও  কমলেসকে  গ্রেপ্তার  করে  শুক্রুবার  শিয়ালদহ  কোর্টে   হাজির  করলে  বিচারক  তাদের  ১৭ই   এপ্রিল  পর্যন্ত্য  পুলিশ  হেফাজতে  রাখার  নির্দেশ  দেয় ।