ব্যস্ত রাস্তায় ভুটভুটি দাঁড়িয়ে থাকে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: তুফানগঞ্জ শহরে ব্যস্ত রাস্তার বেশ কিছু জায়গা দখল করে থাকে টোটো আর ভুটভুটি। ফলে যানজট বাড়ছে ও মানুষেরা ক্ষুব্ধ। বিভিন্ন দোকানের লোহার রড, টিন বহন করার জন্য ভুটভুটি ব্যবহার করা হয়। সম্প্রতি প্রশাসন যানজটের নিরাময়ে কিছু ব্যবস্থা নিয়েছে। কিছু রাস্তায় যানজট কমানোর জন্য টোটো চলাচল  নিষিদ্ধ করা হয়েছে।ফলে যানজট কিছুটা কমলেও ভি আই  পি রোড থেকে মদনমোহন মন্দির যাওয়ার রাস্তায় যানজট একই আছে।