বয়স্ক নাগরিকদের অভিযোগ শোনার নির্দেশ

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: টক টু   মেয়র  অনুষ্ঠানে  কলকাতার  বয়স্ক  মানুষ  জন  অভিযোগ  জানান  যে  পুর অফিসে  অভিযোগ  জানতে  গেলে  পুর  কর্ত্তৃপক্ষ   তাদের  অভিযোগ  না  শুনেই  তাদের  ফিরিয়ে  দেন। মঙ্গলবার  পুর  কমিশনার  এক  ভিডিয়ো   বৈঠক  সমস্ত   বোরোর  অফিসারদের  নির্দ্দেশ  দিয়েছেন  যে  এখন  থেকে  বয়স্ক  নাগরিকদের  অভিযোগ  শোনার  ব্যপারে  তারা  যেন  আরো  দায়িত্ব  শীল  হন।