ভবন তৈরির টাকা ব্যবহার করা হয় নি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:কোচবিহার জেলার মেখলিগঞ্জ ও তুফানগঞ্জে ভূমি ও ভূমি  সংস্কার দপ্তরের নিজস্ব বাড়ি রয়েছে। এদিকে মাথাভাঙ্গায়  সময়ে ভবন তৈরী   করতে না পারায়  বাড়ি তৈরির টাকা ফেরত চলে গেছে। দীর্ঘ দিন ধরে ভবন তৈরির জন্য জমি ঠিক করা আছে। গোটা এলাকা এখন আগাছায় ঢাকা। একটি ছোট বাড়িতে এখন দপ্তরের কাজ  কর্ম চলে। কাজ করতে কর্মীদর খুবই অসুবিধা হয়। মহকুমা শাসক বলেন বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন।