ভরা মরসুমে চিলাপাতায় পর্যটক নেই

আলিপুরদুয়ার  জেলার চিলাপাতা পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর প্রচুর পর্যটক আসেন। কিন্তু করোনার  জন্য এবার পরিস্থিতি সম্পূর্ণ  আলাদা। ফলে ভরা মরশুমে  পর্যটকের দেখা পাওয়া যাচ্ছে না। করোনা বিধি ও পরিকাঠামো উন্নয়ন ঠিকমত না হওয়ার  জন্যই  এই অবস্থা বলে অনেকে মনে করছেন। সঙ্গে সঙ্গে পর্যটন ব্যবসা ও প্রায় বন্ধের মুখে। রাতে আলোর অভাব,, মোবাইল টাওয়ারের সমস্যা  ও হাতি সাফারি  বন্ধ হওয়া এসব নিয়ে পর্যটকেরা  অভিযোগ করেছেন।