ভাঙাচোরা গাড়ি নিয়ে অভিযান

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:দীর্ঘদিন ধরে পুলিশের গাড়ি নিয়ে সমস্যা চলছে শিলিগুড়িতে। ভাঙাচোরা  পুরানো দিনের গাড়ি নিয়েই পুলিশকে ছোটাছুটি করতে হয়। গাড়িগুলির চাকার অবস্থা শোচনীয়। যে কোন দিন যে কোন  সময় দুর্ঘটনার কবলে পড়তে পাড়ে গাড়িগুলি। শহরের থানা ফাঁড়ি মিলিয়ে ২৫ টি টহলদারী  ভ্যান আছে।কিন্তু সব ভ্যানগুলির অবস্থা খারাপ।  ভিন রাজ্যে বা অভিযানে যেতে হলে পুলিশের ভরসা ভাড়া করা গাড়ি এবং অপ্রশিক্ষিত চালক।