ভাটপাড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি চলছে

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আজ  রাজ্যের বিজেপি সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল  ভোট পরবর্তী  সময়ে যে হিংসা  চলছে তা  নিয়ে অভিযোগ জানাতে গেলেন রাজ্য পালের কাছে । বেরিয়ে এসে  সাংবাদিক  দের  তিনি বলেন  রাজ্য পুলিশের সামনে হামলা  চালানো হচ্ছে,পশ্চিমবঙ্গের  গণতন্ত্র  ক্ষত  বিক্ষত  বিজেপি কর্মীরা আক্রান্ত  ও বাড়ি ছাড়া  হচ্ছেন । তার আশঙ্কা  গণনা  দিন ও গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন শাসক  দল  তবে বিজেপি কর্মীরা হাত  গুটিয়ে বসে থাকবে না ।