ভারতের রেলওয়ে বাজেট

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: বিগত  ৯২  বৎসর  ধরে  জেনারেল  বাজেট  সংসদ  এ  পেশ  হওয়ার  আগে  সতন্ত্র  ভাবে  রেলওয়ে  দপ্তরের  জন্য  আলাদা  কেন্দ্রীয়  বাজেট  পেশ  হত । কিন্তু  ২০১৬  সালে  ২১  সেপ্টেম্বর  নরেন্দ্র  মোদী  সরকারী   ভাবে  ঘোষণা  করেন  যে  পরবর্ত্তী  বৎসর  থেকে  রেলওয়ে  বাকেট  আর  সতন্ত্র  ভাবে  পেশনা  হয়ে  জেনারেল  বাজেটের  সাথেই  পেশ  হবে। এর  পর  থেকে  ১  লা  ফ্রেব্রুয়ারী   ২০১৭  সল্  থেকে  ভারতের   রেলওয়ে  বাজেট  জেনারেল  বাজেটের  সাথেই  পেশ  হয়ে  আসছে।