প্রথমে গোল করেন ভাল্সকিস খেলার ৯ মিনিটের মাথায় জ্যাকিচাঁদ সিংহের পাস থেকে। কিন্তু এই অগ্রগমন জামশেদপুর বেশিক্ষন ধরে রাখতে পারেনি। ১৫ মিনিটে গোল শোধ করে দেন ওগবেচে। তারপর ২৮ মিনিটে এই ওগোবেচেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যান মনরয়। বাকি সময় ১০ জন্যে খেলে মুম্বাইকে আটকে দেয় জামশেদপুর। ভাল্সকিস ৬ গোল করে গোলদাতাদের মধ্যে ইগোরের সঙ্গে যৌথ ভাবে শীর্ষ স্থানে আছেন।