গোয়া জামশেদপুর কে ২-১ গোলে হারাল। ৩৩ মিনিটে গোল করে এগিয়ে যায় জামশেদপুর। গোল করেন স্টিভন এজে। ৬৪ মিনিটে ইগর আঙ্গুলো পেনাল্টি থেকে গোল শোধ করেন। ৮৭ মিনিটে ভালস্কিসের শট বারে লেগে গোল লাইনের ভেতরে পড়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু রেফারী ও লাইনসম্যানরা গোল দেন নি। অতিরিক্ত সময়ে ইগর গোল করে গোয়াকে ২-১ গোলে এগিয়ে দেন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...