গোয়া জামশেদপুর কে ২-১ গোলে হারাল। ৩৩ মিনিটে গোল করে এগিয়ে যায় জামশেদপুর। গোল করেন স্টিভন এজে। ৬৪ মিনিটে ইগর আঙ্গুলো পেনাল্টি থেকে গোল শোধ করেন। ৮৭ মিনিটে ভালস্কিসের শট বারে লেগে গোল লাইনের ভেতরে পড়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু রেফারী ও লাইনসম্যানরা গোল দেন নি। অতিরিক্ত সময়ে ইগর গোল করে গোয়াকে ২-১ গোলে এগিয়ে দেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...