গতকাল সিপিআইএমের কলকাতা জেলা কমিটির সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গোটা কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা ২৬,৭৭৩ জন মৃত ভোটার ও ৭১০৪ জন স্থান্তারিত ভোটারের তালিকা তুলে দিয়ে আসে,রাজ্য নির্বাচন কমিশনারের হাতে ।সম্পাদক কল্লোল মজুমদার বলেন মাত্র ৯১৩ টি বুথের মৃত ও স্থানান্তরিত লোকেদের তালিকা দিয়ে আসা হয়েছে কমিশনে ,সারা কলকাতা জুড়ে আছে ৪৩০০ টি বুথ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...