ভুঁয়ো ভোটারের তালিকা জমা দিলো সিপিএমের কলকাতা জেলা কমিটি

গতকাল সিপিআইএমের কলকাতা জেলা কমিটির সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গোটা কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা ২৬,৭৭৩ জন মৃত ভোটার ও ৭১০৪ জন স্থান্তারিত ভোটারের তালিকা তুলে দিয়ে আসে,রাজ্য নির্বাচন কমিশনারের হাতে ।সম্পাদক কল্লোল মজুমদার বলেন মাত্র ৯১৩ টি বুথের মৃত ও স্থানান্তরিত লোকেদের তালিকা দিয়ে আসা হয়েছে কমিশনে ,সারা কলকাতা জুড়ে আছে ৪৩০০ টি বুথ ।