ফেলে দেওয়া পুজোর ফুল ও পাতা থেকে ভেষজ আবির ও ধূপকাঠি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই মত উৎপাদন ও শুরু হয়েছিল ।উত্তর দমদম পুর-কর্তৃপক্ষ জানান উৎপাদন যোগ্য বস্তু দুটি দুটি পরীক্ষাগাঢ় থেকে পরীক্ষা করা হয়েছে ।সেইখান থেকে শংসা পত্র মেলার পরেই গত মঙ্গলবার ,উত্তর দমদম পুরসভার ওই বিপণির উদ্বোধন করলেন স্থানীয় বিধায়িকা চন্দ্রিমা ভট্টাচার্জি ,চারটি স্থান হলো পুরভবন ,পাঠানপুর মোর ,২৩৭ নম্বর বাসস্ট্যান্ড ও বিশরপাড়া ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...