ভোটে হিংসা নিয়ে কমিশনের দ্বারস্থ হলো মদন মিত্র

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এই  দিন  সিইও  দফতরে  গিয়ে ভাটপাড়া  উপনির্বাচন নিয়ে তৃণমূল প্রার্থী  মদন  মিত্র  বোমা  গুলি  নিয়ে  ওই  এলাকাতে দাঙ্গা  পরিস্থিতি তৈরী করার জন্য নালিশ  জানালেন অর্জুন সিংহের গুন্ডা  বাহিনীর বিরুদ্ধে । তিনি বলেন ভাটপাড়ার  প্রাক্তন  বিধায়ক  নির্বাচনের  আগের দিন রাত  থেকেই  গোটা  এলাকাতে আগ্নেয়াস্ত্র ও বোমা  নিয়ে তান্ডব চালাচ্ছেন । ভোটের  দিন তার  গাড়ি  লক্ষ করে বোমা  ছোড়া  হয়েছিল বলে তিনি অভিযোগ করেন ।