ভোট হয়ে যাওয়া কেন্দ্র গুলির সম্ভাব্য ফলাফল নিয়ে মুকুল রায়ের বক্তব্য

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  দ্বিতীয়  দফা  ভোট  হওয়ার পরে  মুকুল  রায়  বলেছিলেন  খেলার ফলাফল বিজেপির পক্ষে ৫-০। তার পর  তৃতীয় দফার  ৫ টি আসনে ভোট হওয়ার পরে তিনি বলেন বিজেপি  ২ কংগ্রেস ২ এবং তৃণমূল মাত্র ১ টি আসনে জিতবে । তার হিসাবের  সঙ্গে রাজ্য  বিজেপি নেতাদের  মতভেদ  আছে ।কিন্তু  মুকুল রায় আগাগোড়া  বলে আসছেন  বিজেপি তার টার্গেট পূরণ করবে  এবং তার হিসাব দিচ্ছেন ছত্রে ছত্রে । এই ফলাফল  নিয়ে তার কোনো সন্দেহ  নেই ।