খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: কলকাতা পুরসভা সারা শহর জুরেই মডেল বস্তি তৈয়ারী প্রকল্প হাতে নিয়েছে। কলকাতা পুরসভার ৩ ও ৩২ নং ওয়ার্ডের মডেল বস্তি তৈয়ারী করার পরিকল্পনা ইতি মধ্যেই গৃহীত হয়েছে। পুর সভা সূত্রে জানা যাচ্ছে যে ওই দুটি ওয়ার্ডের মডেল বস্তি তৈয়ারী করতে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হবে । আজ বুধবার পুর অধিবেশন এ ঐ প্রস্তাব পাশ হওয়ার কথা।