মতুয়া সম্প্রদায়ের উৎসব উপলক্ষে আগামী বুধবার রাজ্যসরকার ছুটি ঘোষণা করলো

সম্প্রতি রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছিল আগের বছর ১০ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্যছুটি ঘোষণা করা হয়েছিল ,কিন্তু এইবার মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি তে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন পড়েছে ৩০ সে মার্চ । তাই সেইদিন হরিচাঁদঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের সব কার্যালয় ও প্রতিষ্ঠান ছুটি থাকবে ।