সম্প্রতি রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছিল আগের বছর ১০ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্যছুটি ঘোষণা করা হয়েছিল ,কিন্তু এইবার মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি তে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন পড়েছে ৩০ সে মার্চ । তাই সেইদিন হরিচাঁদঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের সব কার্যালয় ও প্রতিষ্ঠান ছুটি থাকবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...