খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মথুরা থেকে ৩০ কিমি দূরে অবস্থিত গোবর্ধন পর্বত । সেইখানাকে অবস্থান করছে গোবর্ধন মন্দির ,ভগবান শ্রীকৃষ্ণের লীলা কে স্মরণ করে আজ ভক্তবৃন্দ রা গিরি গোবর্ধনের পুজো করেন সাথে হয় অন্নকূট উৎসব । ভগবান শ্রীকৃষ্ণের অসীম ক্ষমতা । যিনি বিশ্ব ব্রম্যান্ড ধারণ করে আছেন তার পক্ষে একটি পর্বত করে আঙুলে তুলে ধরা সামান্য কাজ । কথিত আছে ইন্দ্রের কোপ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ করে আঙুলে গোবর্ধন পাহাড় কে ধারণ করেছিলেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...