মদ ভর্তি গাড়ি আটক করা হলো

মঙ্গলবার বিকালে চাকুলিয়া থানার কানকি বাসস্ট্যান্ডের কাছে পুলিশ  একটি মদ বোঝাই গাড়ি  আটক  করে  এবং একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রামু মণ্ডল। গাড়িতে ৩৩৬ বোতল বিদেশী মদ  ছিল। ধৃত ব্যক্তি মদ নিয়ে একটি পিক আপ  ভ্যান চালিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে পূর্ণিয়ার দিকে যাচ্ছিল। পুলিশ খবর পেয়ে নাকা  তল্লাশি চালিয়ে মদ সহ  গাড়ি আটক করে।