মনীষীদের মূর্তির নিচে শৌচাগার

ইসলামপুর শহরে মনীষীদের  স্ট্যাচুর নিচের এলাকা শৌচাগারে পরিণত হয়েছে। সুযোগ পাওয়া মাত্রই  বাসযাত্রীরা স্ট্যাচুর  বাগানে ও তার আশেপাশের এলাকা শৌচাগার হিসাবে ব্যবহার করেন। শহরে সব স্ট্যাচুগুলি  ধুলোয় ভরা ও তাতে পাখির বিষ্ঠা লেগে আছে। মূর্তির গলার মালা বহুদিন শুকিয়ে গেছে  এবং পাশের বাগানের কোন পরিচর্যা নেই।