মনুর দূর্গাপূজা

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক   : দেবীর ভগবৎপুরাণ  অনুসারে ব্রহ্মার মানসপুত্র  মনু  পৃথিবীর শাসক হয়ে ক্ষিরোদ সাগরের তীরে  দুর্গার একটি মাঠির  মূর্তি  তৈয়ারি  করে পুজো করে । এই সময়ে তিনি জপের মাধ্যমে আহার ও শ্বাস  বন্ধ করে এক পায়ে ১০০ বছর ধরে ঘোর তপস্যা  করেন । তপস্যা  করতে গিয়ে  তিনি শীর্ণ  হয়ে পরেন ,কিন্তু তিনি কাম  এবং ক্রোধ  এই দুই রিপু কেই  জয়  করেন । দূর্গা  নাম  জপতে জপতে তিনি স্থাবরে  পরিণত হয় ,দেবী দূর্গা  তার  ধানে  প্রীত  হয়ে তাকে বর  দিতে চাইলে  তিনি দেবতা দের  চেয়েও দুর্লভ একটি  বর  চাইলেন  ,দেবী দূর্গা  তার সেই প্রার্থনা  রক্ষা  করেন ,সেই সঙ্গে দূর্গা  তার রাজ্য শাসনের  পথ নিস্কন্টক করেন ও একটি পুত্র সন্তান লাভের  বর  দেন ।