মন্ত্রী বিধায়ক ও চেয়ারম্যানের বাড়িতে হানা দিলো কেন্দ্রীয় এজেন্সি

আজ খুব ভোর বেলা তে ইডি এবং সিআরপিএফের জওয়ান রা রাজ্যের দমকল মন্ত্রীর শ্রীভূমি ও লেকটাউনের বাড়িতে ,একই সঙ্গে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে এবং বরানগরের বিধায়ক ও প্রাক্তন পরিষদীয়,মন্ত্রী তাপস রায়ের বৌবাজার এবং বরানগরের বাড়িতে একযোগে তল্লাশি চালায় পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে।এখনো তল্লাশি জারি রয়েছে ।